
নিজস্ব প্রতিবেদক:
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবলুর রহমান খান এর নের্তৃত্বে মণিরামপুর থানা পুলিশ, রাজগঞ্জ তদন্তকেন্দ্র ও নেহালপুর পুলিশ ক্যাম্প কর্তৃক ইং-১০/০৮/২০২৫ খ্রিঃ তারিখ এসআই/তুহিন হোসেন, এএসআই মোঃ হাফিজুর রহমান, এএসআই কামাল হোসেন সংগীয় ফোর্সসহ মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মণিরামপুর থানার মামলা নং-০৮, তাং-১১/০২/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৭/৪২৭/৩৮০ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইন এর ৩/৪/৬ এর তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ শিমুল হোসেন (৩৮)কে গ্রেফতার করা হয় এবং সিআর-১১৮৩/২৪ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ২। সোহেল রানা, সিআর-৯৫৮/২২ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ৩। মোঃ মেসবাহুস সাদেকীন ভুট্টো (৪৫) দের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের ইং ১০/০৮/২০২৫ খ্রিঃ তারিখবিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। নামঃ- মোঃ শিমুল হোসেন (৩৮)
পিং-আব্দুল বারেক গাজী @ বারি
সাং-মনোহরপুর
থানা-মণিরামপুর
জেলা-যশোর।
২।নামঃ- সোহেল রানা
পিং-জহিরুল ইসলাম
সাং-আটঘরা
থানা-মণিরামপুর
জেলা-যশোর।
৩। মোঃ মেসবাহুস সাদেকীন ভুট্টো (৪৫)
পিং-জিএম আফসার উদ্দিন
সাং-বালিধা
থানা-মণিরামপুর
জেলা-যশোর।