ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে অবহিতকরণ কর্মসূচি Logo খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo কাফরুলে নারী খুন, অভিযুক্ত সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ Logo সিটিটিসি কর্তৃক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার Logo সরকারের উদ্যোগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার অংশীজনদের সর্বসম্মত সিদ্ধান্ত Logo সিপিডি সংলাপে অন্তর্বর্তী সরকারের এক বছরের চ্যালেঞ্জ ও অর্জন তুলে ধরলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন Logo দুই মাদক কারবারিকে ৪৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন ও সুযোগ সম্প্রসারণে সরকার অঙ্গীকারবদ্ধ। উপদেষ্টা শারমীন এস মুরশিদ Logo মণিরামপুর থানা পুলিশের অভিযানে ০৩ জন আসামী গ্রেফতার Logo খুলনা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ জুন ২০২৫ এর প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

সরকারের উদ্যোগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার অংশীজনদের সর্বসম্মত সিদ্ধান্ত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে ও আন্তরিক প্রচেষ্টায় আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ৭২ ঘণ্টার দেশব্যাপী পরিবহন ধর্মঘট সর্বসম্মতভাবে প্রত্যাহার করা হয়েছে। আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত ঢাকার আবদুল গণি রোডস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন মালিক সমিতির সাথে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আগামী সবোর্চ্চ ৬০ দিনের মধ্যে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ পূর্বক আন্ত: মন্ত্রণালয় সভা আয়োজন করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশোধনীর খসড়া প্রস্তুত করা হবে।
উপদেষ্টা আরো বলেন, ইকোনমিক লাইফ উত্তীর্ণ মোটরযান সড়ক থেকে প্রত্যাহারের সময়ে মালিক এবং শ্রমিক যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সরকার আন্তরিক। এসময় নতুন মোটরযান ক্রয়ের নিমিত্তে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জাপানি ও ইউরোপীয় রিকন্ডিশন্ড বাণিজ্যিক যানবাহন আমদানির ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে বাণিজ্য উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সাথে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা বলে সড়ক উপদেষ্টা আরো বলেন, সড়ক দুর্ঘটনায় কবলিত মোটরযানের মালিক ও চালকের বিষয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ, বিআরটিএ, পুলিশ ও মালিক-শ্রমিক সমিতির প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে।
বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ই-লাইসেন্স সর্বক্ষেত্রে বৈধ বলে বিবেচিত হবে বলে উপদেষ্টা বলেন, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দ্রুততার সাথে সরবরাহের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এসময় উপদেষ্টা আরো বলেন, বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত অগ্রিম আয়কর এর বিধান পরিবর্তন করে প্রিজাম্পটিভ ট্যাক্স হিসেবে সিদ্ধান্ত জরুরী ভিত্তিতে বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও সড়ক উপদেষ্টা দুর্ঘটনায় কবলিত পরিবহন শ্রমিকদের চিকিৎসার ব্যাপারে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের জন্য স্বাস্থ্য সচিবকে পদক্ষেপ নিতে বলেন এবং সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০০৫ সক্রিয়ভাবে চালু করার জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, সরকারকে জিম্মি করে দাবি আদায় করা পরিবহন শ্রমিক-মালিকদের উদ্দেশ্য নয়। এসময় তিনি সরকারের সব আইনানুগ সিদ্ধান্তের সাথে সহায়ক শক্তি হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সরকারের উদ্যোগে পরিবহন শ্রমিক-মালিক সমিতির সকলে সর্বসম্মত হয়ে ধর্মঘট প্রত্যাহার করছি।

আজকের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। এছাড়াও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে অবহিতকরণ কর্মসূচি

সরকারের উদ্যোগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার অংশীজনদের সর্বসম্মত সিদ্ধান্ত

আপডেট সময় ০৪:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

আলী আহসান রবি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে ও আন্তরিক প্রচেষ্টায় আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ৭২ ঘণ্টার দেশব্যাপী পরিবহন ধর্মঘট সর্বসম্মতভাবে প্রত্যাহার করা হয়েছে। আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত ঢাকার আবদুল গণি রোডস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন মালিক সমিতির সাথে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আগামী সবোর্চ্চ ৬০ দিনের মধ্যে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ পূর্বক আন্ত: মন্ত্রণালয় সভা আয়োজন করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশোধনীর খসড়া প্রস্তুত করা হবে।
উপদেষ্টা আরো বলেন, ইকোনমিক লাইফ উত্তীর্ণ মোটরযান সড়ক থেকে প্রত্যাহারের সময়ে মালিক এবং শ্রমিক যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সরকার আন্তরিক। এসময় নতুন মোটরযান ক্রয়ের নিমিত্তে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জাপানি ও ইউরোপীয় রিকন্ডিশন্ড বাণিজ্যিক যানবাহন আমদানির ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে বাণিজ্য উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সাথে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা বলে সড়ক উপদেষ্টা আরো বলেন, সড়ক দুর্ঘটনায় কবলিত মোটরযানের মালিক ও চালকের বিষয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ, বিআরটিএ, পুলিশ ও মালিক-শ্রমিক সমিতির প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে।
বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ই-লাইসেন্স সর্বক্ষেত্রে বৈধ বলে বিবেচিত হবে বলে উপদেষ্টা বলেন, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দ্রুততার সাথে সরবরাহের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এসময় উপদেষ্টা আরো বলেন, বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত অগ্রিম আয়কর এর বিধান পরিবর্তন করে প্রিজাম্পটিভ ট্যাক্স হিসেবে সিদ্ধান্ত জরুরী ভিত্তিতে বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও সড়ক উপদেষ্টা দুর্ঘটনায় কবলিত পরিবহন শ্রমিকদের চিকিৎসার ব্যাপারে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের জন্য স্বাস্থ্য সচিবকে পদক্ষেপ নিতে বলেন এবং সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০০৫ সক্রিয়ভাবে চালু করার জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, সরকারকে জিম্মি করে দাবি আদায় করা পরিবহন শ্রমিক-মালিকদের উদ্দেশ্য নয়। এসময় তিনি সরকারের সব আইনানুগ সিদ্ধান্তের সাথে সহায়ক শক্তি হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সরকারের উদ্যোগে পরিবহন শ্রমিক-মালিক সমিতির সকলে সর্বসম্মত হয়ে ধর্মঘট প্রত্যাহার করছি।

আজকের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। এছাড়াও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।