
মো: গোলাম কিবরিয়া: (রাজশাহী জেলা প্রতিনিধি):রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের একজন অধ্যাপকের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত ৪ আগস্ট ওই শিক্ষকের চেম্বারে এ ঘটনা ঘটে ।
অভিযুক্ত অধ্যাপক প্রভাস কুমার কর্মকার বিভাগটির বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এ ঘটনায় বিচার চেয়ে গত বুধবার বিভাগের মাস্টার্সের ভুক্তভোগী শিক্ষার্থীর মা পরিসংখ্যান বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের পর বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম।
পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিভাগের মাস্টার্সের ওই শিক্ষার্থী ক্লাসে উপস্থিতির হার জানতে অধ্যাপক প্রভাস কুমারের চেম্বারে গিয়েছিলেন। তখন ওই অধ্যাপক তাকে পরে একদিন ফোন করে আসতে বলেন। পরে ওই ছাত্রী আবার অধ্যাপকের চেম্বারে গেলে তিনি সাজেশন দেওয়ার কথা বলে পরীক্ষার প্রশ্নপত্র দেন এবং তা খাতায় লিখতে বলেন। এ সময় তিনি ছবি তুলতে নিষেধ করেন। এক পর্যায়ে অধ্যাপক তার শরীরের বিভিন্ন স্থানে ‘অশোভনভাবে স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন’ বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘অভিযোগের পর বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।’
তবে তদন্ত কমিটিতে কতজন সদস্য রয়েছেন বা তারা কারা, সে বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হননি বিভাগীয় সভাপতি।