
নিউজ ডেস্ক: গত বছরের ১৫ মার্চ কুমিল্লার নিজ বাড়িতে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। ওই সময় অবন্তিকার ফেসবুক আইডি থেকে তার মৃত্যুর জন্য সহপাঠী রায়হান সিদ্দিক আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করে একটি পোস্ট দেওয়া হয়। ঘটনাটি ক্যাম্পাসে বিক্ষোভ ও দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এ ঘটনার মামলায় কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শেষে রোববার আদালতে প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সুরতহাল অনুসারে মৃত্যুর সময় রাত ৯টা; কিন্তু ফরেনসিক রিপোর্টে দেখা যায়, রাত ৯টা ৫৫ মিনিটে ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। মৃত্যুর ৫৫ মিনিট পর কে এই পোস্ট দিয়েছে, তা শনাক্ত করা যায়নি। মামলায় আম্মানকে অভিযুক্ত ও দ্বীন ইসলামকে অব্যাহতি দিয়ে চার্জশিট দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (নিরস্ত্র) মিজানুর রহমান বলেন, আলোচিত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ১০ আগস্ট আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। মৃত্যুর সময় ও পোস্ট দেওয়ার সময়ের মধ্যে ব্যবধান থাকলেও পোস্টদাতাকে শনাক্ত করা সম্ভব হয়নি