
নিজস্ব প্রতিবেদক : ‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে আজ শনিবার ২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে জামালপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ-এ শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এ কৃতকার্য ৬৩৩ জন প্রার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং অনুপস্থিত ০২ জন।
এই পরীক্ষায় কৃতকার্যরা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিয়ে সামগ্রিক মূল্যায়নে মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ পাবে।
লিখিত পরীক্ষার ফল প্রকাশ:
৩১ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকা
স্থান: পুলিশ লাইনস্, জামালপুর।
মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা:
৩১ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকা।
স্থান: পুলিশ লাইনস্, জামালপুর।
উক্ত লিখিত পরীক্ষায় জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্যগণসহ লিখিত পরীক্ষার হলে ডিউটিতে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।