
নাটোর জেলায় সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগর জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ২৪ জন প্রার্থী
১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. নাটোর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ খ্রি. এর কার্যক্রমের অংশ হিসেবে Physical Endurance Test (PET), লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের (প্রাথমিক ভাবে) নাম ঘোষণা করেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নাটোর।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (পুটিয়া সার্কেল) রাজশাহী কুদরত ই-খুদা শুভ, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) পাবনা জনাব প্রনব কুমার সরকার উপস্থিত ছিলেন।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সবাই স্বচ্ছতা ও নিরেপক্ষতায় নিয়োগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
এতদ্সংক্রান্তে কার্যক্রমে নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমিন লাবুসহ দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ উপস্থিত ছিলেন।