
অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাঘাটা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে ভোর ১টা পর্যন্ত বোনারপাড়া ও কচুয়া ইউনিয়নের সীমান্তবর্তী উল্ল্যা নদীর তীরবর্তী হেলেঞ্চা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হেলেঞ্চা গ্রামের আব্দুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৪০) আটক হন। সেনাবাহিনী জানায়, জিজ্ঞাসাবাদের পর তার ঘরের মেঝে খুঁড়ে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাঘাটা অস্থায়ী সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রেজভী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারে জড়িত আশরাফুলকে আটক করা সম্ভব হয়।”