ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভণ্ডামি বাদ দেন স‍্যার’— আসিফ নজরুলকে হাসনাত Logo কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা Logo তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার বিকল্প নেই—সাবেক এমপি কাজী আলাউদ্দিন Logo জাতীয় রাজস্ব বোর্ডের জুলাই – ২০২৫ মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo বাড্ডায় ৭৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার Logo নওগাঁয় দুর্নীতির তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা:মামলার পরও গ্রেফতার হয়নি কেউ Logo খুন মামলার রহস্য উম্মোচন,খুনের ঘটনায় ব্যবহৃত আলামত কাঁচি উদ্ধার গ্রেফতার ১ Logo মধ্যনগরে নাতে রাসুল ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ফারিয়া আক্তার ফ্যাশন হাউজের উদ্বোধন Logo লতিফ-কার্জন-পান্নাসহ ১৬ জন কারাগারে Logo ফেনী জেলার কনস্টেবল নিয়োগ জুন-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

ডিবি পুলিশ যশোর কর্তৃক ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন ও ০২টি তাজা গুলি সহ গ্রেফতার ০২ জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার সন্মানিত পুলিশ সুপারের নিদের্শক্রমে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ মঞ্জুরুল হক ভুঞা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল হোসেন সঙ্গীয়-ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা কালে ইং- ২৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ২১.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী থানা চাঁচড়া সাকিনস্থ বিএডিসি ভবনের পূর্বপাশে চাঁচড়া টু পালবাড়ি গামী হাইওয়ে রাস্তার উপর বেনাপোল হতে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান যাহার রেজিঃ নং-ট-১১-২১৭৭ সহ মোঃ ফরহাদ হোসেন(৩২) এবং মোঃ সাকিব হোসেন(১৯)’দ্বয়কে গ্রেফতার করে। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উক্ত কাভার্ড ভ্যানের চালক মোঃ ফরহাদ হোসেন (৩২) ট্রাকের চালকের সিটের নিচ হইতে কসটেপ দ্বারা মোড়ানো একটি ৭.৬৫ বিদেশী পিস্তল (যাহার স্লাইড এর পাশের গায়ে ইংরেজিতে MADE IN USA, N03 এবং অপর পাশের গায়ে ইংরেজিতে 7.65 TROUND খোদাই করে লেখা আছে), ০২টি পিস্তলের ম্যাগজিন ও ০২টি পিস্তলের গুলি উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করে। ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর জ্ঞাতস্বরে বেনাপোল এলাকা হইতে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেয় মর্মে স্বীকার করে।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ইং ২৬/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ ফরহাদ হোসেন (৩২)
পিতা-মোঃ আঃ আওয়াল
মাতা-মোছাঃ আয়না বেগম
সাং- ভবের বেড়
থানা-বেনাপোল পোর্ট
জেলা-যশোর।
২। মোঃ সাকিব হোসেন (১৯)
পিতা-মোঃ আফজাল হোসেন বিশ্বাস
মাতা-মোছাঃ সুমি খাতুন
সাং- ভবের বেড়
থানা-বেনাপোল পোর্ট
জেলা-যশোর।
উদ্ধারঃ
১। একটি ৭.৬৫ বিদেশী পিস্তল (যাহার স্লাইড এর এক পাশের গায়ে ইংরেজিতে MADE IN USA, N03 এবং অপর পাশের গায়ে ইংরেজিতে 7.65 TROUND খোদাই করে লেখা আছে)
২। ০২টি পিস্তলের ম্যাগজিন
৩। ০২টি পিস্তলের গুলি
৪। ০১টি কাভার্ড ভ্যান, যাহার রেজিঃ নং-ট-১১-২১৭৭।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভণ্ডামি বাদ দেন স‍্যার’— আসিফ নজরুলকে হাসনাত

ডিবি পুলিশ যশোর কর্তৃক ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন ও ০২টি তাজা গুলি সহ গ্রেফতার ০২ জন

আপডেট সময় ০৪:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার সন্মানিত পুলিশ সুপারের নিদের্শক্রমে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ মঞ্জুরুল হক ভুঞা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল হোসেন সঙ্গীয়-ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা কালে ইং- ২৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ২১.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী থানা চাঁচড়া সাকিনস্থ বিএডিসি ভবনের পূর্বপাশে চাঁচড়া টু পালবাড়ি গামী হাইওয়ে রাস্তার উপর বেনাপোল হতে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান যাহার রেজিঃ নং-ট-১১-২১৭৭ সহ মোঃ ফরহাদ হোসেন(৩২) এবং মোঃ সাকিব হোসেন(১৯)’দ্বয়কে গ্রেফতার করে। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উক্ত কাভার্ড ভ্যানের চালক মোঃ ফরহাদ হোসেন (৩২) ট্রাকের চালকের সিটের নিচ হইতে কসটেপ দ্বারা মোড়ানো একটি ৭.৬৫ বিদেশী পিস্তল (যাহার স্লাইড এর পাশের গায়ে ইংরেজিতে MADE IN USA, N03 এবং অপর পাশের গায়ে ইংরেজিতে 7.65 TROUND খোদাই করে লেখা আছে), ০২টি পিস্তলের ম্যাগজিন ও ০২টি পিস্তলের গুলি উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করে। ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর জ্ঞাতস্বরে বেনাপোল এলাকা হইতে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেয় মর্মে স্বীকার করে।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ইং ২৬/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ ফরহাদ হোসেন (৩২)
পিতা-মোঃ আঃ আওয়াল
মাতা-মোছাঃ আয়না বেগম
সাং- ভবের বেড়
থানা-বেনাপোল পোর্ট
জেলা-যশোর।
২। মোঃ সাকিব হোসেন (১৯)
পিতা-মোঃ আফজাল হোসেন বিশ্বাস
মাতা-মোছাঃ সুমি খাতুন
সাং- ভবের বেড়
থানা-বেনাপোল পোর্ট
জেলা-যশোর।
উদ্ধারঃ
১। একটি ৭.৬৫ বিদেশী পিস্তল (যাহার স্লাইড এর এক পাশের গায়ে ইংরেজিতে MADE IN USA, N03 এবং অপর পাশের গায়ে ইংরেজিতে 7.65 TROUND খোদাই করে লেখা আছে)
২। ০২টি পিস্তলের ম্যাগজিন
৩। ০২টি পিস্তলের গুলি
৪। ০১টি কাভার্ড ভ্যান, যাহার রেজিঃ নং-ট-১১-২১৭৭।