
নিজস্ব প্রতিবেদক: আজ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নোয়াখালী এর সম্মেলন কক্ষে জনাব ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নোয়াখালী মহোদয়ের সভাপতিত্বে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত কনফারেন্স এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ, মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, নোয়াখালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী।
সভায় নোয়াখালী জেলার মামলার ত্রুটি বিচ্যুতি ও গুণগত মান বৃদ্ধি এবং মামলার অগ্রগতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত কনফারেন্স অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মনিত সিভিল সার্জন, নোয়াখালী এঁর প্রতিনিধি, জেলার ম্যাজিস্ট্রেটবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইডি, পিবিআই, জেলা গোয়েন্দা শাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আরএমও ২৫০ শয্যা জেনারেল হাসপতাল, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি, পিপি ও আইনজীবী সহ সকল থানার অফিসার ইনচার্জগন।