
নিজস্ব প্রতিবেদক : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি Honda Dream 110 মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় মোঃ বাছির মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
১২ আগস্ট ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রাম থেকে দুটি মোটরসাইকেল চুরি হলে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন দিগম্বর বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ বাছির মিয়াকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। বাকি মোটরসাইকেল ও চোরচক্র ধরতে অভিযান চলছে।