ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভণ্ডামি বাদ দেন স‍্যার’— আসিফ নজরুলকে হাসনাত Logo কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা Logo তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার বিকল্প নেই—সাবেক এমপি কাজী আলাউদ্দিন Logo জাতীয় রাজস্ব বোর্ডের জুলাই – ২০২৫ মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo বাড্ডায় ৭৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার Logo নওগাঁয় দুর্নীতির তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা:মামলার পরও গ্রেফতার হয়নি কেউ Logo খুন মামলার রহস্য উম্মোচন,খুনের ঘটনায় ব্যবহৃত আলামত কাঁচি উদ্ধার গ্রেফতার ১ Logo মধ্যনগরে নাতে রাসুল ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ফারিয়া আক্তার ফ্যাশন হাউজের উদ্বোধন Logo লতিফ-কার্জন-পান্নাসহ ১৬ জন কারাগারে Logo ফেনী জেলার কনস্টেবল নিয়োগ জুন-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

‘আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্টের ষড়যন্ত্র চলছে’— সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা মেহেদী হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, গত ২৮ মে দিবাগত রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফের একটি বালুর নৌকা চুরি হয়। এ সময় তিনি ঢাকায় বিএনপির তারুণ্য সমাবেশে উপস্থিত ছিলেন। ঢাকায় অবস্থানকালে নৌকা চুরির খবর পেয়ে তিনি মর্মাহত হন এবং বাড়ি ফিরে নিজ উদ্যোগে খোঁজ শুরু করেন। পরে গত ২২ আগস্ট সিলেটের গোয়াইনঘাট থেকে নৌকাটি উদ্ধার করা হয়।

মেহেদী হাসান অভিযোগ করেন, নৌকা উদ্ধারের পর আনন্দিত হওয়ার কথা থাকলেও তার নাম জড়িয়ে প্রতিহিংসামূলক মিথ্যা প্রচারণা শুরু হয়েছে। ‘স্বদেশ টিভি নিউজ’, ‘মধ্যনগরের বেখবর’, ‘মধ্যনগরের বিএনপির সংবাদ’, ‘মধ্যনগর খবর’সহ বিভিন্ন ফেসবুক ফেইক আইডি থেকে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও অপপ্রচারমূলক সংবাদ প্রচার করা হচ্ছে।

তিনি লিখিত বক্তব্যে বলেন, “আমি জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত কর্মী এবং উপজেলা ছাত্রদলের আগামী দিনের সভাপতি প্রার্থী। তাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সহযোগিতায় আওয়ামী দোসররা আমার বিরুদ্ধে এই জঘন্য অপপ্রচার চালাচ্ছে।” তিনি সাংবাদিকদের মাধ্যমে যাদের যোগসাজশে এ ধরনের মিথ্যাচার হচ্ছে তাদের বিরুদ্ধে দলীয় পর্যায়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক বলেন, “মেহেদী হাসান বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে এ ধরনের জঘন্য মিথ্যা প্রচারণা অত্যন্ত বেদনাদায়ক।” উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বলেন, “মেহেদী হাসান ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। পতিত সরকারের দোসরদের যোগসাজশে যে মিথ্যাচার করা হচ্ছে তা ঘৃণিত ও নিন্দনীয়।” তিনি ফেইক আইডি থেকে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা তুহিন তালুকদার, রিপন, কলেজ ছাত্রদলের সভাপতি অর্ণব তালুকদার এবং চামরদানি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইশতিয়াক মোঃ আরাফাত প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভণ্ডামি বাদ দেন স‍্যার’— আসিফ নজরুলকে হাসনাত

‘আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্টের ষড়যন্ত্র চলছে’— সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা মেহেদী হাসান

আপডেট সময় ০২:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, গত ২৮ মে দিবাগত রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফের একটি বালুর নৌকা চুরি হয়। এ সময় তিনি ঢাকায় বিএনপির তারুণ্য সমাবেশে উপস্থিত ছিলেন। ঢাকায় অবস্থানকালে নৌকা চুরির খবর পেয়ে তিনি মর্মাহত হন এবং বাড়ি ফিরে নিজ উদ্যোগে খোঁজ শুরু করেন। পরে গত ২২ আগস্ট সিলেটের গোয়াইনঘাট থেকে নৌকাটি উদ্ধার করা হয়।

মেহেদী হাসান অভিযোগ করেন, নৌকা উদ্ধারের পর আনন্দিত হওয়ার কথা থাকলেও তার নাম জড়িয়ে প্রতিহিংসামূলক মিথ্যা প্রচারণা শুরু হয়েছে। ‘স্বদেশ টিভি নিউজ’, ‘মধ্যনগরের বেখবর’, ‘মধ্যনগরের বিএনপির সংবাদ’, ‘মধ্যনগর খবর’সহ বিভিন্ন ফেসবুক ফেইক আইডি থেকে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও অপপ্রচারমূলক সংবাদ প্রচার করা হচ্ছে।

তিনি লিখিত বক্তব্যে বলেন, “আমি জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত কর্মী এবং উপজেলা ছাত্রদলের আগামী দিনের সভাপতি প্রার্থী। তাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সহযোগিতায় আওয়ামী দোসররা আমার বিরুদ্ধে এই জঘন্য অপপ্রচার চালাচ্ছে।” তিনি সাংবাদিকদের মাধ্যমে যাদের যোগসাজশে এ ধরনের মিথ্যাচার হচ্ছে তাদের বিরুদ্ধে দলীয় পর্যায়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক বলেন, “মেহেদী হাসান বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে এ ধরনের জঘন্য মিথ্যা প্রচারণা অত্যন্ত বেদনাদায়ক।” উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বলেন, “মেহেদী হাসান ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। পতিত সরকারের দোসরদের যোগসাজশে যে মিথ্যাচার করা হচ্ছে তা ঘৃণিত ও নিন্দনীয়।” তিনি ফেইক আইডি থেকে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা তুহিন তালুকদার, রিপন, কলেজ ছাত্রদলের সভাপতি অর্ণব তালুকদার এবং চামরদানি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইশতিয়াক মোঃ আরাফাত প্রমুখ।