
নিজস্ব প্রতিবেদক: অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. নওগাঁ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ১৪৪৭ হিজরী সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে “সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ” অনুষ্ঠানে অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি মহোদয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। প্রতিযোগিতার পাশাপাশি পারিবারিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার উপর তিনি গুরুত্বারোপ করেন। প্রতিটি শিক্ষার্থী যেন তাদের পারিবারিক ধর্মীয় মূল্যবোধ অর্জনের চেষ্টা করেন এ ব্যাপারে তিনি ছাত্র/ছাত্রী দের প্রতি আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিচারক মন্ডলী এবং সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।