
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওর ও নদী রক্ষা আন্দোলন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ই সেপ্টেম্বর) ২১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আকিকুর রহমান তালুকদার।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুল হক রানা ও আতিউর রহমান চৌধুরী। সদস্য সচিব করা হয়েছে আশরাফ উদ্দিন হিল্লোলকে।
এছাড়া ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন থেকে আমিনুল হক রানা ১নং যুগ্ম আহ্বায়ক, সাদ্দাম হোসেন ও কাইয়ুম বাদশাহকে সম্মানিত সদস্য করা হয়েছে।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের মূল লক্ষ্য হলো হাওরাঞ্চলের নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা, বাঁধ নির্মাণে অনিয়ম প্রতিরোধ, জলাবদ্ধতা দূরীকরণ, মৎস্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কৃষক ও হাওরবাসীর জীবন-জীবিকার সুরক্ষা নিশ্চিত করা। সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের হাওরাঞ্চলে টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের দাবিতে কাজ করে আসছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কমিটির প্রতি ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।