
মো: খলিলুর রহমান. বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে আয়শা আক্তার নামে ১৯ মাস বয়সের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ওই শিশুকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত্যু ঘোষণা করেন। আয়শা নওগাঁ জেলার সদর উপজেলার দিনমজুর রোমান সাহেদের মেয়ে।
এদিকে, নিহত শিশুর মৃত্যুর কারণ মায়ের দেয়া বক্তব্যের সঙ্গে মেডিকেল ইতিহাসের মিল না থাকায় বিষয়টি পুলিশকে জানায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
শিশুর মা মীম আক্তার (২০) বলেন, তিন বছর আগে নওগাঁ সদরের রোমান সাহেদের সঙ্গে তার বিয়ে হয়,পরে তিনি বাউফলের রায় তাঁতেরকাঠি গ্রামে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। এখানেই দেড় বছর আগে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। শুক্রবার বিকালে বিছানায় বসে খেলার সময় খাট থেকে পরে গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে আয়শা। দ্রæত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষণা করেন। তবে শিশুর বাবার সাথে যোগাযোগের কোনো মাধ্যম দিতে পারেনি নিহত শিশুর মা মীম আক্তার।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন শাম্মী ইসলাম তরণ বলেন, ‘শিশুর মা তাকে সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসলে আমরা শিশুকে মৃত্যু অবস্থায় পেয়েছি,মৃত্যুর কারণ নিয়ে যেহেতু সন্দেহের সৃষ্টি হয়েছে তাই ময়না তদন্ত না করে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক বলেন, এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। যেহেতু শিশুটির মায়ের কথাবার্তা অসংলগ্ন তাই লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।