
আলী আহসান রবি: ঢাকা, ০৪ মে ২০২৫ খ্রি. অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মোস্তফা (৪৩), ২। মোঃ ফরিদ প্রাং (৩৪), ৩। আঃ রহিম (৫৫), ৪। মোঃ ফয়সাল মৃধা, ৫। মোঃ সেলিম মিয়া (৪৭), ৬। মোঃ বাদশা মিয়া (৪৭), ৭। মোঃ মুরাদ হোসেন (৪০), ৮। মোঃ বাদল আহম্মেদ (৪৫) ৯। জহিরুল ইসলাম (৪৬) ১০। আব্দুল আল মামুন (৪০), ১১। মোহাম্মদ জীবন (২২), ১২। মোঃ রাকিব চৌকিদার (২৮), ১৩। মোঃ রনি (২৭), ১৪। মোঃ হারুন মিয়া (৫২), ১৫। আরমান (৩০), ১৬। মোছাঃ পারভীন আক্তার (৫০), ১৭। মোঃ ইকবাল হোসেন (২৫), ১৮। আল আমিন (২০), ১৯। মেহেদী হাসান (৩২), ২০। জয়নাল আবেদীন শেখ, ২১। ফাতেমা ইসলাম, ২২। মোঃ মেহেদী হাসান রনি সরকার (২৬), ২৩। সোহেল রানা, ২৪। মোঃ গোলাম রাব্বী (২৬), ২৫। মোঃ তুহিন (২৫) ও ২৬। মোঃ আকাশ (২১)।
রবিবার (৪ মে ২০২৫ খ্রি.) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান, বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং পল্লবী থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে পল্লবী থানার নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।