
নিউজ ডেস্ক: ঢাকা, ০১ জুলাই ২০২৫ (মঙ্গলবার): গত ৩০ জুন ২০২৫ তারিখে চট্টগ্রাম জেলার হালিশহর থানার আওতাধীন জেলে পল্লী এবং রানী রাসমণি ঘাট এলাকায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম কর্তৃক প্রায় ১৫০ জন রোগীকে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।