
আলী আহসান রবি: ঢাকা, ২ জুলাই ২০২৫ খ্রি., রাজধানীর ওয়ারী এলাকা থেকে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোছাঃ মনি আক্তার (৩২) ও ২। মোঃ- আশরাফুল ইসলাম (২০)।
আজ বুধবার (২ জুলাই ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় ওয়ারী থানাধীন আর কে মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ভোরে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য ওয়ারী থানাধীন আর কে মিশন রোডের স্বপ্নকুঞ্জ বিল্ডিং এর সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ৪৬ কেজি গাঁজাসহ মনি ও আশরাফুলকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য রাজধানীর ওয়ারীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।