
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন আজ শুক্রবার বিকালে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে দুস্থ শ্রমিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা চেক প্রদানকালে বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন হতে দুস্থ শ্রমিকদের চিকিৎসা ও তাদের সন্তানদের শিক্ষার জন্য এ অর্থ প্রদান করা হয়েছে।
শ্রম উপদেষ্টা বলেন, শ্রম আইন ২০০৬ অনুযায়ী সকল শিল্প প্রতিষ্ঠানকে তাদের বাৎসরিক লভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমান অর্থ শ্রমিক কল্যান ফাউন্ডেশনে জমা দেওয়ার জন্য তিঁনি আহ্বান জানান। এ অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায় ব্যবহৃত হবে।
উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন দুস্থ শ্রমিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ জন শ্রমিক ও তার পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। ভবিষ্যতে এ অর্থের পরিমান আরও বাড়ানো হবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ। এছাড়াও রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, চাপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার, রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।