ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজের কাঠামো গড়ে তোলাই আমাদের প্রধান কাজ।উপদেষ্টা শারমীন এস মুরশিদ Logo রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজি: ২ জন গ্রেফতার Logo র‍্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ Logo রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত Logo ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে “রেমিট্যান্স যোদ্ধা দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Logo ৮০০০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা Logo নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন-উপদেষ্টা Logo গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির টাকায় ক্রয়কৃত মোটরসাইকেল উদ্ধার Logo ৯০০০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo সিলেটের জকিগঞ্জ ৮ গ্রাম থেকে নিখোজ এক বৃদ্ধের লাশ উদ্ধার

চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ রুমান বেপারী (৩২) ও ২। মোঃ আবির হোসেন (২৮)।
আজ শনিবার (২ আগস্ট ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রুমান ও আবিরকে গ্রেফতার করে কোতয়ালী থানার একটি চৌকস টিম।
প্রসঙ্গত, গত ৯ জুলাই ২০২৫, বুধবার, বিকেল আনুমানিক ০৬:০০ ঘটিকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে পুলিশ কর্তৃক ১০ জন ও র্যাব কর্তৃক ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। এই দুইজনকে গ্রেফতারের মাধ্যমে উক্ত ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করো হলো। এদের মধ্যে নয় জন ঘটনার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজের কাঠামো গড়ে তোলাই আমাদের প্রধান কাজ।উপদেষ্টা শারমীন এস মুরশিদ

চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

আপডেট সময় ১১:৫৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ রুমান বেপারী (৩২) ও ২। মোঃ আবির হোসেন (২৮)।
আজ শনিবার (২ আগস্ট ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রুমান ও আবিরকে গ্রেফতার করে কোতয়ালী থানার একটি চৌকস টিম।
প্রসঙ্গত, গত ৯ জুলাই ২০২৫, বুধবার, বিকেল আনুমানিক ০৬:০০ ঘটিকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে পুলিশ কর্তৃক ১০ জন ও র্যাব কর্তৃক ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। এই দুইজনকে গ্রেফতারের মাধ্যমে উক্ত ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করো হলো। এদের মধ্যে নয় জন ঘটনার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।