
মো: হামিম রানা ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মাদ্রাসা মোড় এলাকায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর নাঈমের নেতৃত্বে সেনা টহল দল অভিযান পরিচালনা করে জনৈক রাজু মিয়া (২৬) ও আনোয়ার হোসেন (২৭) নামে দুই ব্যক্তিকে চাঁদাবাজির সময় ট্রাক চালকের নিকট থেকে রশিদসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের পরে রাণীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় লোকজন জানায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরেই নিয়মিত চাঁদাবাজি করে আসছিল।
সেনাবাহিনীর এই সফল অভিযানের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও চাঁদাবাজি নির্মূলের জন্য সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।