
মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাও এলাকায় ডিবি পুলিশের অভিযানে ২২১ পিস ইয়াবা ও ৪০ হাজার টাকাসহ ৩ জন আটক হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাতে ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন—আব্দুল বাজিদ (৪২), ইয়াকুব আলী (২৫) ও কামাল (৪৫)।
তল্লাশিতে বাজিদের ঘর থেকে ১৮০ পিস, ইয়াকুবের লুঙ্গি থেকে ১৭ পিস ও কামালের পকেট থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার হয়। বাজিদের ঘর থেকে মাদক লেনদেনের ৪০ হাজার টাকাও জব্দ করা হয়।
তারা তিনজনই পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসায় জড়িত বলে জানা যায়।