
গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলার উদ্ধারজনিত ও নিয়মিত মামলায়/পরোয়ানামূলে ২৪ জনকে গ্রেফতার এবং ৬ কেজি গাজা ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকবিরোধী অভিযানে বেলাব থানা পুলিশের একটি টিম থানাধীন দড়িকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ (পাঁচ) কেজি গাজাসহ ১জনকে গ্রেফতার করেন। এছাড়া, নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পৃথক ২টি অভিযান পরিচালনা করে ০১ (এক) কেজি গাজা ও ৭০ (সত্তর) পিস ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেন।
এছাড়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।