ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসে’ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ Logo আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপনে নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল Logo আগামী নির্বাচন নিয়ে যা বললেন— প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। Logo মধ্যনগরে জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলনের যৌথ উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে মধ্যনগরে র‌্যালি ও আলোচনা Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo কালিগঞ্জে বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুৃষ্ঠিত Logo জুলাই গণঅভ্যুত্থান স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে জনগণের শাসন ফিরিয়ে এনেছে Logo জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

সিআইডি সদর দপ্তরে বিশেষ কল্যাণ সভা ও বিদায়ী সংবর্ধনা প্রদান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে
গত ৩১ জুলাই ২০২৫ খ্রি. তারিখ বিকাল ১৫.০০ ঘটিকায় সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশেষ পুলিশ সুপার (প্রশাসন), জনাব মুহাম্মদ মিনহাজুল ইসলাম তার বক্তব্যে সিআইডি সদস্যদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি কায়েতপাড়ায় সিআইডি ব্যারাক এবং সদর দপ্তরসংলগ্ন ব্যারাকের সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে আবাসন ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। উন্নতমানের খাবার সরবরাহ নিশ্চিত করতে মেস ও ক্যান্টিনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সদর দপ্তরের নিচতলায় শীতাতপ নিয়ন্ত্রিত রিসিপশন, ওয়েটিং লাউঞ্জ ও জিজ্ঞাসাবাদ কক্ষ স্থাপন করা হয়েছে এবং ৭ম তলায় মসজিদের কলেবর বৃদ্ধি ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। অচিরেই মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি সিআইডি ভবনের রুফটপে একটি আধুনিক ও মনোরম পাঠাগার (লাইব্রেরি) স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
কল্যাণ সভায় সিআইড ‘র বিভিন্ন স্তরের সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মহোদয় তা মনোযোগ দিয়ে শুনেন এবং সংশ্লিষ্ট ইউনিটসমূহকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দিক-নির্দেশনা প্রদান করেন।
সিআইডি প্রধান তার বক্তব্যে বলেন, “আমরা সবাই একটি পরিবারের সদস্য। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। পেশাগত উৎকর্ষের মাধ্যমে সিআইডিকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।”
এছাড়া অনুষ্ঠানে সিআইডিতে কর্মরত বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন: ডিআইজি জনাব মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি জনাব শাহ্ আবু সালেহ্ মো. গোলাম মাহমুদ, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জনাব মো. জাহিদুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. বাবুল আখতার।
উল্লেখ্য যে, ডিআইজি জনাব মো. মাহবুবুর রহমান গত ০৩/০৯/২০২৪ খ্রি. তারিখে ডিআইজি হিসেবে সিআইডিতে যোগদান করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সুদীর্ঘ চাকরিজীবনে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)এবং নৌ-পুলিশ, কুড়িগ্রাম জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
একই ভাবে অতিরিক্ত ডিআইজি জনাব শাহ্ আবু সালেহ্ মো. গোলাম মাহমুদ, ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মরিজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যবৃন্দের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত বিদায়ী অতিথিদের উল্লেখযোগ্য সাফল্য ও তাদের সাথে কাজের অভিজ্ঞতার বর্ণময় স্মৃতিচারণ করা হয়। বক্তাগণ অবসরপ্রাপ্তদের সর্বাঙ্গীন মঙ্গল এবং তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন।
সভা শেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় সিআইডি সদর দপ্তরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং দেশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ ভার্চুয়ালি (জুমের মাধ্যমে) সভায় সংযুক্ত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসে’ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

সিআইডি সদর দপ্তরে বিশেষ কল্যাণ সভা ও বিদায়ী সংবর্ধনা প্রদান

আপডেট সময় ০৭:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
গত ৩১ জুলাই ২০২৫ খ্রি. তারিখ বিকাল ১৫.০০ ঘটিকায় সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশেষ পুলিশ সুপার (প্রশাসন), জনাব মুহাম্মদ মিনহাজুল ইসলাম তার বক্তব্যে সিআইডি সদস্যদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি কায়েতপাড়ায় সিআইডি ব্যারাক এবং সদর দপ্তরসংলগ্ন ব্যারাকের সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে আবাসন ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। উন্নতমানের খাবার সরবরাহ নিশ্চিত করতে মেস ও ক্যান্টিনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সদর দপ্তরের নিচতলায় শীতাতপ নিয়ন্ত্রিত রিসিপশন, ওয়েটিং লাউঞ্জ ও জিজ্ঞাসাবাদ কক্ষ স্থাপন করা হয়েছে এবং ৭ম তলায় মসজিদের কলেবর বৃদ্ধি ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। অচিরেই মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি সিআইডি ভবনের রুফটপে একটি আধুনিক ও মনোরম পাঠাগার (লাইব্রেরি) স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
কল্যাণ সভায় সিআইড ‘র বিভিন্ন স্তরের সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মহোদয় তা মনোযোগ দিয়ে শুনেন এবং সংশ্লিষ্ট ইউনিটসমূহকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দিক-নির্দেশনা প্রদান করেন।
সিআইডি প্রধান তার বক্তব্যে বলেন, “আমরা সবাই একটি পরিবারের সদস্য। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। পেশাগত উৎকর্ষের মাধ্যমে সিআইডিকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।”
এছাড়া অনুষ্ঠানে সিআইডিতে কর্মরত বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন: ডিআইজি জনাব মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি জনাব শাহ্ আবু সালেহ্ মো. গোলাম মাহমুদ, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জনাব মো. জাহিদুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. বাবুল আখতার।
উল্লেখ্য যে, ডিআইজি জনাব মো. মাহবুবুর রহমান গত ০৩/০৯/২০২৪ খ্রি. তারিখে ডিআইজি হিসেবে সিআইডিতে যোগদান করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সুদীর্ঘ চাকরিজীবনে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)এবং নৌ-পুলিশ, কুড়িগ্রাম জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
একই ভাবে অতিরিক্ত ডিআইজি জনাব শাহ্ আবু সালেহ্ মো. গোলাম মাহমুদ, ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মরিজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যবৃন্দের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত বিদায়ী অতিথিদের উল্লেখযোগ্য সাফল্য ও তাদের সাথে কাজের অভিজ্ঞতার বর্ণময় স্মৃতিচারণ করা হয়। বক্তাগণ অবসরপ্রাপ্তদের সর্বাঙ্গীন মঙ্গল এবং তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন।
সভা শেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় সিআইডি সদর দপ্তরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং দেশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ ভার্চুয়ালি (জুমের মাধ্যমে) সভায় সংযুক্ত ছিলেন।