
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ১০ ধরনের রিং বা স্টেন্টের দাম কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারণ করা নতুন মূল্য অনুযায়ী, একেকটি রিংয়ের দাম ৩ থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমবে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আমদানি প্রতিষ্ঠানভেদে স্টেন্টের খুচরা মূল্য সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ বা কমিশন এবং কোম্পানিগুলোর যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনা করেই আমদানি করা করোনারি স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।