
নিউজ ডেক্স : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গতকাল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ অঞ্চলে তিনটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এই অভিযানে মোট ৫,৯০,০০০/- (পাঁচ লক্ষ নব্বই হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং বিপুল পরিমাণ অবৈধ পাইপলাইন ও সরঞ্জাম অপসারণ করা হয়েছে।
রূপগঞ্জে বাণিজ্যিক ও আবাসিক সংযোগ বিচ্ছিন্ন
নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত এই অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া, মাসুমাবাদ এবং হাটাবো এলাকায় ৫টি স্পটে অভিযান চালানো হয়। অভিযানে আল মদিনা হোটেল এন্ড সুইটস এবং সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট-কে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে যথাক্রমে ২,০০,০০০/- এবং ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। এই দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত বার্নার এবং অন্যান্য অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়াও, ১৯০টি বাড়িতে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই অভিযানের ফলে প্রতি মাসে প্রায় ৩২,২৯৪ ঘনমিটার গ্যাস সাশ্রয় হবে, যার আনুমানিক মূল্য প্রায় ৩,৯৫,০০০/- টাকা। মোট ২,২০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং দুইটি মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুরে বহুতল ভবন ও টিনশেড বাড়ির সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ও পশ্চিমপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রায় ২০টি বহুতল ভবন এবং ৫টি টিনশেড বাড়ির মোট ২৬০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে এক ব্যবহারকারীকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ২৯০ ফুট অবৈধ পাইপলাইন এবং ৫টি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়েছে।
তুরাগে বাণিজ্যিক বয়লার ও আবাসিক চুলা উচ্ছেদ
নির্বাহী ম্যাজিস্ট্রেট তুরাগের বাউনিয়া এলাকায় ৬টি স্পটে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫২টি ডাবল ও ১টি সিঙ্গেল আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসাথে, একটি বাণিজ্যিক বয়লার এবং তিনটি বাণিজ্যিক ড্রায়ারের অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এই অভিযানে মোট ৩,২০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয় এবং আনুমানিক ২০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। বিচ্ছিন্নকৃত মোট লোডের পরিমাণ ছিল ২৪৩৬ ঘনফুট প্রতি ঘন্টা।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার এই অভিযান নিয়মিত চলবে। এই ধরনের অভিযান গ্যাসের অপচয় রোধ ও বৈধ গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করবে।