
জেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় কার্যক্রম পরিচালনা করেন জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল।
তারই পরিপ্রেক্ষিতে অদ্য ১৫-০১-২০২৬ খ্রিঃ বরগুনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় এবং বিশেষ অতিথি হিসাবে জনাব তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা যোগদান করেন।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়। তিনি নির্বাচনকালীন সময়ে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় বরগুনা জেলার বিভিন্ন পর্যায়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 















