
কাইয়ুম বাদশাহ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ) : কারাবরণসহ নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্যেও নিজের আদর্শ থেকে কখনো সরে যাননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় ধর্মপাশা উপজেলার একটি স্থানীয় মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আনিসুল হক বলেন, স্বৈরাচারী শাসন ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থানই বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্তি। দীর্ঘদিন কারাবরণ ও নানা ধরনের নির্যাতনের শিকার হলেও তিনি কখনো আদর্শচ্যুত হননি। বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী তাঁর সেই আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করে চলেছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নিজস্ব সংবাদ : 


















