
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ জেলা পুলিশ নাটোরের আয়োজনে জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম,পুলিশ সুপার নাটোর আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্তে পূজা উদযাপন কমিটি ও প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন।
এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) জনাব শোভন চন্দ্র, নাটোর জেলা আনসার ভিডিবি কমান্ডেন্ট, নাটোর জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফায়ার সার্ভিস প্রতিনিধি, পল্লী বিদ্যুত নাটোর প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী নেস্কো নাটোরসহ পূজা উদযাপন কমিটির সাথে সম্পৃক্ত সকল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।