মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : বাউফলের মদনপুর ইউনিয়নের মধ্য মদনপুরা গ্রামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে(১১) ধর্ষনের ঘটনায় ওই ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি আনোয়ার হোসেনকে(৪০) দল থেকে অব্যহতি দেয়া হয়েছে। সোমবার (১৪ অক্টাবর) বাউফল উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যহতি দেয়া হয়। এ অব্যহতি পত্র সভাপতির ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়েছে। অব্যহতি পত্রে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্গলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য , মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি ও সাবেক সেনা সদস্য মোঃ আনোয়ার হোসেন স¤প্রতি মধ্যমদনপুরা গ্রামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষন করে। এর আগেও বিভিন্ন সময় তিনি ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষন করেন। এঘটনায় ১২ অক্টোবর অভিযুক্ত আনোয়ার হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে এ ধর্ষনের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। মহলটি পুলিশের সাথে যোগসাজসে ধর্ষনের ঘটনাটি ধর্ষনের চেষ্টা বলে এজাহারে উল্লেখ করে ।
সংবাদ শিরোনাম ::
বাউফলে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মৎস্যজীবি দলের সভাপতিকে অব্যহতি
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:৩৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- ২৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ