মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ): বাউফল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ । রোববার রাতে বাউফল প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপিকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি প্রকৌশলী মোফাজ্জেল হক শরীফ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ শনাক্তকারী ও উদ্ধারকারী প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু এবং জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ।
সভায় বিএনপির নেতৃবৃন্দ বলেন, দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সংগঠন গতিশীল করা সম্ভব নয়। উড়ে এসে জুড়ে বসাদের দল থেকে বাদ দিতে হবে। আগামীতে বাউফল উপজেলা বিএনপি গতিশীল করতে সকল ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।
নেতারা বলেন, বিগত ১৭ বছর আওয়ামীলীগ উন্নয়নের নামে লুটপাট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে।