কেরানীগঞ্জ প্রতিনিধি (ঢাকা) মো:ইব্রাহিম।।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা পাঁচজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে টোলপ্লাজায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, টোল প্লাজায় মাওয়াগামী প্রাইভেট কারটির পেছনে বেপারী পরিবহনের যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। পরে প্রাইভেট কারটি সামনের আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা ছয়জন যাত্রী ও চালক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর টোল প্লাজার লোকজন ও টহল সেনাবাহিনীর সদস্যরা আহতদের মিডফোর্ড হাসপাতালে পাঠায়। তিনি বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়েছে বলে জেনেছি।’
এই পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান আব্দুল কাদের জিলানী।