
ফেরদৌস ওয়াহিদ রাসেল: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে চুরি করতে গেলে গৃহকর্তা এলাকাবাসীর সহযোগিতায় ধরে ফেলে অতঃপর গণপিটুনিতে চোর নিহতের খবর পাওয়া যায়।
অদ্য ২৬ জানুয়ারি (রবিবার)২০২৫ তারিখ, রাত আনুমানিক ২ঃ৩০ ঘটিকার সময়,পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ধাওয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড, পশারীবুনিয়া গ্রামের ফিরোজ মালাকারের ঘরে চুরি করতে প্রবেশ করলে চোর মোঃ সেলিম শাহ, পিতা-মৃত দৌলাত শাহ,০৯ নং ওয়ার্ড, সাং- পশারীবুনিয়া,থানা:- ভান্ডারিয়া,জেলা:-পিরোজপুর কে এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে চুরির অপরাধে এলাকাবাসী গণপিটুনি দিয়ে সারারাত বেধে রাখলে চোর মো:সেলিম শাহ কে সকালে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে ভান্ডারিয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন,চোরের মৃতের বিষয়ে খবর পেয়ে দ্রুত সময়ে উক্ত স্থানে ডিউটিরত অফিসার সরজমিন পর্যবেক্ষণ করেছেন,তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনায় অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।