
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি: পটুয়াখালী বাউফলে মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। গাজীপুরে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রবিবার রাতে বাউফল পৌরসভা শহরের এ কর্মসূচি পালন করে।
রাত ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। এরপর মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাউফল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঘন্টাব্যাপী সড়ক অবোরধ করে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্ররা।
সংক্ষিপ্ত এ সমাবেশে বক্তব্য রাখেন- বাউফল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনের ছাত্রনেতা মুনতাসির তাসরিপ, রুহুল আমিন, মো. রাহাত ও ফারহান রুপাই প্রমুখ।
বক্তারা বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচুৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মত আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে, তা না হলে আন্দোলন গড়ে তোলা হবে।