
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) তিনিসহ বিজেপির চার এমপিকে বরখাস্ত করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলের নেতা শুভেন্দুসহ চর বিজেপি এমপিকে বিধানসভা থেকে এক মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো বরখাস্ত হলেন শুভেন্দু। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল থেকে বিধানসভার বাইরে কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি। শুভেন্দু ছাড়াও বরখাস্ত হওয়া বাকি এমপিরা হলেন- বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পাল।