
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর,আদাবর ও কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর,আদাবর ও কোতয়ালী থানা পুলিশ। তন্মধ্যে মোহাম্মদপুর থানা কর্তৃক ১৩ জন, আদাবর থানা কর্তৃক ১৩ জন ও কোতয়ালী থানা কর্তৃক ১১ জন গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. তানজিল (২১), ২। বাছেদ খন্দকার (৪০), ৩। হৃদয় (২৮), ৪। মো. তপন মিয়া (৪৮), ৫। মো. সোহেল (২৬), ৬। মো. সাকিব (২১), ৭। মো. আরিফ (১৯), ৮। মো. শাকিল (১৯), ৯। মো. নাজমুল (১৮), ১০। মো. মাহফুজ বিশ্বাস (১৯), ১১। মো. রাতুল (১৯), ১২। আলামিন (২৬), ১৩। হামিদা বেগম (৩০) ও ১৪। শরিফুর নাহার , ১৫।ইজাজ (৪০), ১৬।সোহেল (২২), ১৭। আনোয়ার (৩১), ১৮।শাহ আলম (৬০), ১৯। জনি (২৪), ২০।ইসমাইল (২৭), ২১। আতাউর (৩০), ২২।রুম্মান (৩৫), ২৩।স্বপন (৪৫), ২৪।মনির (২০), ২৫।ইব্রাহিম (৩৯), ২৬।খালিদ ( ৩৯), ২৭।রবিউল (৩৬), ২৮। মিন্টু নন্দী (৩৫), ২৯। মো: মিশর (২২), ৩০। মো: ইব্রাহীম হাওলাদার (২৫), ৩১।মো. মোক্তার শেখ (৪৫), ৩২। অনিক আহমেদ (২১), ৩৩।মো. নাসির (২৩), ৩৪। মো. সজিব মিয়া (২৯), ৩৫।মেহেদী হাসান (২২), ৩৬। আকাশ মন্ডল (২৩) ও ৩৭। মো: তাজুল ইসলাম (৪৩) ।
মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রি.) আদাবর, মোহাম্মদপুর ও কোতয়ালী থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, মাদক কারবারি, সাজা পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।