
পিরোজপুর জেলা প্রতিনিধি, ফেরদৌস ওয়াহিদ রাসেল। পিরোজপুরের ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্লাটিনাম জুবিলী ও পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার। প্লাটিনাম জুবিলী ও পূনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মোঃ আখতারুজ্জামান তালুকদার সগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর এএফএম মনিরুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এমএ মান্নান হাওলাদার, অবসরপ্রাপ্ত সচিব মোঃ মোস্তা গাউসুল হক, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বরিশাল বিভাগের শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, প্রফেসর শাহানাজ পারভীন কাজল, ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী এবং অধ্যক্ষ এমএ কালাম। অনুষ্ঠানে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়। সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলমান অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির শেষ হয়।
অবহেলিত ইন্দুরকানী উপজেলায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৪৯ সালে ফজলুল হক তালুকদার তার বাবা মেহেউদ্দিন তালুকদার এর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন।