
স্টাফ রিপোর্টার: সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে Electronic Toll Collection (ETC) সিস্টেম ব্যবহার করে দ্রুততম সময়ে পদ্মা সেতু পারাপারের জন্য “বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ” এবং “পূবালী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি ও নগদ” এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব বলেন মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান মহাসড়কে যাতায়াতের সময় টোল আদায় কার্যক্রমের ক্ষেত্রে স্বস্তি, সময় সাশ্রয় ও সেবা সহজিকরণ করার বিষয়ে সদয় নির্দশনা প্রদান করেছেন। তাঁর নির্দেশনার আলোকে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ইটিসি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব আরও বলেন, এ চুক্তি স্বাক্ষর দ্রুত ও নির্বিঘ্নে মহাসড়কে যানবাহন চলাচল এবং পদ্মা, যমুনা ও কর্ণফূলী টানেলসহ সেতু বিভাগের সেতুসমূহে টোল প্রদান সহজ, সময় সাশ্রয়ী ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে এক বিরাট মাইলফলক। এ বিষয়ে সেতু বিভাগের সচিব সবার সহযোগিতা কামনা করেন।
‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’ এর পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) এবং যুগ্মসচিব খন্দকার নূরুল হক এবং পুবালী ব্যাংক পিএলসি এর পক্ষে উপমহাব্যবস্থাপক জনাব মোঃ রবিউল আলম, যমুনা ব্যাংক পিএলসি এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াজ উদ্দিন আহমেদ, ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর পক্ষে সিনিয়র এক্সেকিউটিভে ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল্লাহ আল মাসুদ ও নগদ এর পক্ষে চীফ স্ট্র্যাটেজি অফিসার জনাব মো: মুইজ তাসনিম তকী স্ব-স্ব চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।