ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শনিবার (০৬ জুলাই ২০২৪) সকালে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ১১০ বছর উপলক্ষ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি প্রধানমন্ত্রীর ধারাবাহিক উন্নয়নের স্মারক উপহার দেন। এরপর প্রধানমন্ত্রী জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার স্কুল গিমডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানায়। এ সময় যুব মহিলা লীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। শেখ হাসিনা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নিয়ে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রী শিশুদের আঁকা ছবি নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন প্রকাশিত ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন এবং প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে তিনি টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং ব্যাবসায়ী নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে গ্রপ ছবিতে অংশ নেন।
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:৪২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- ৫০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ