
লক্ষ্মীপুর প্রতিনিধি : ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে শহিদ কনস্টেবল গিয়াস উদ্দিন ড্রিলশেডে রাত্রীকালীন কেন্দ্রীয় রোলকল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয় উপস্থিত থেকে জেলা পুলিশে কর্মরত সকল অফিসার ও ফোর্সকে রোলকল গ্রহণ করেন।
পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে মেসের রান্না ও খাবারের মান, ফোর্সের বিভিন্ন সমস্যা ও ছুটির বিষয় সর্বোচ্চ গুরুত্বে বিবেচনা করা হবে বলে অভিপ্রায় ব্যক্ত করেন।
রোলকলের অংশ হিসেবে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সে অবস্থিত আরআই অফিস, ফোর্সদের খাবার মেস, ক্যান্টিন, বিভাগীয় ভান্ডার এবং নারী ব্যারাক পরিদর্শন করেন।
এই উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, আরআই (পুলিশ লাইন্স) জনাব নজরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 
















