
আলী আহসান রবি: ১২ জুলাই ২০২৫, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইস এম সফিকুজ্জামান আজ শনিবার কুষ্টিয়া জেলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করেন। এছাড়াও গতকাল শুক্রবার ফরিদপুর জেলার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের ও শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন কালে শ্রম সচিব বলেন, ফরিদপুর ও কুষ্টিয়া জেলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের নির্মানে এ ২ জেলার কর্মকর্তাদের কাজের গতি বহুলাংশে বৃদ্ধি পাবে। এ জেলাসমুহে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের সেবা প্রাপ্তি অত্যন্ত সহজতর হবে।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট জেলার জেলা প্রসাশকগণ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ফরিদপুর ও কুষ্টিয়া জেলার উপমহাপরিদর্শক, আঞ্চলিক শ্রম দপ্তর ফরিদপুর ও কুষ্টিয়া জেলার কর্মকর্তাগণ, বিভিন্ন ট্রেড ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।