
পাহাড়তলী থানার এসআই জসিম উদ্দিন এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৭/০৭/২০২৫ খ্রি, তারিখ, ২৩.৪৫ ঘটিকায় সময় পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের বাউন্ডারীর ভিতরে ইমাম প্রশিক্ষণ বিল্ডিংয়ের উত্তর পাশে পরিত্যাক্ত বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে ডাকতির প্রস্তুতিকালে ডাকাত দলে সদস্য ০১। মোঃ ইমন(২০), পিতা-মোঃ সিরাজ, মাতা-নিলুফা বেগম, স্থায়ী সাং-বসুপাড়া, মুজিবুল হক মুজিবের বাড়ি, মানিকের চায়ের দোকানের সামনে, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা বর্তমানে-সাগরিকা পাঠানপাড়া, জামাল মিয়ার ভাড়াঘর, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ মামুন খন্দকার(১৯), পিতা-জাকির হোসেন, মাতা-রিনা বেগম, সাং-মধ্যম ভাঙ্গা মোড়, কান্তানগর বাজার, জাকিরের বাড়ি, থানা-সাদুল্যাপুর, জেলা-গাইবান্ধা বর্তমানে-মুরর্গীফার্ম, মাছ বাজারের পাশে, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ ফয়সাল (৩০), পিতা-মৃত মোঃ শাকিল, ২য় পিতা-ওয়াহিদুর রহমান, মাতা-জাহানারা বেগম প্রকাশ জানু বেগম, স্থায়ী সাং-পূর্ব ফিরোজশাহ্ কলোনী, বয়েজ স্কুল সংলগ্ন সিরাজের টিনশেড বাড়ী, থানা-আকবরশাহ্, জেলা-চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ০৩ টি ধারালো টিপ ছোরা, ০১ টি লোহার হাতুরি, ০২ টি লোহার রড উদ্ধার করেন। উল্লেখ্য যে, ডাকাত দলের অন্যান্য অজ্ঞাত সদস্যরা কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে পাহাড়তলী থানার এফআইআর নং-২৪, তারিখ- ২৮ জুলাই, ২০২৫; জি আর নং-১৪৮, তারিখ- ২৮ জুলাই, ২০২৫; সময়- ০১:৩০ ঘটিকার সময় ধারা- 399/402 পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে