
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ মিরপুরে একটি দোকানে চুরির ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মো. আলী রাজ (৩৮) কে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চুরিকৃত অর্থের ২০ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
মিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত (৩০ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:০০ ঘটিকা থেকে (৩১ জুলাই ২০২৫ খ্রি.) সকাল ৮:০০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে মিরপুর থানাধীন উত্তর পীরেরবাগ, ছাপড়া মসজিদ বাজার সংলগ্ন “কাদের গোস্ত বিতান এন্ড জেনারেল স্টোর” এর ক্যাশ বাক্স থেকে নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদির এজাহারের ভিত্তিতে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলার তদন্তের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১ আগস্ট ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৩:১৫ ঘটিকায় মিরপুর থানাধীন উত্তর পীরেরবাগে অভিযান পরিচালনা করে মো. আলী রাজকে তার ভাড়াবাসা থেকে গ্রেফতার করা হয় ।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত মো. আলী রাজের বিরুদ্ধে ডিএমপির কাফরুল থানা ও মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণের নিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অপরাধ দমনে তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং জনগণের সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করছে।