
সকাল ১০:০০ ঘটিকায় রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে জেলা পুলিশ, রংপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু সাইম, পুলিশ সুপার, রংপুর।
সভার শুরুতে তিনি জেলা পুলিশ রংপুরের পক্ষ থেকে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অবসরজনিত বিদায় সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেন। এসময় তিনি বিদায়ী সহকর্মীদের সাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ করেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এরপর পুলিশ সুপার মহোদয় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
দুপুর ১২ :০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার, রংপুর জনাব মোঃ আবু সাইম মহোদয়ের সভাপতিত্বে মাসিক ইন্টেলিজেন্স ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই-২০২৫ মাসে অত্র জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। রংপুর জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার জন্য তিনি দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর; জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; জনাব মোঃ সামসুল আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ), রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অফিসার ফোর্সগণ।
ধন্যবাদান্তে
জেলা পুলিশ, রংপুর।