
পিরোজপুরে জেলা যুবদলের বহিস্কৃত সাবেক আহবায়ক মো. মারুফ পোদ্দারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি চাঁদাবাজীর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর শহরের ক্লাব রোডে পারবারিক মালিকানাধীন ‘হোটেল বিলাস’ থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে মারুফের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা রুজ হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম মামলা ও মারুফ পোদ্দারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মারুফ পোদ্দার পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের নামাজপুর এলাকার মৃত রুস্তুম পোদ্দারের ছেলে।
পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের হোরের হাওলা গ্রামের বাসিন্দা ইট-বালু ব্যবসায়ী জুয়েল শেখ বাদী হয়ে মারুফ পোদ্দার (৪৮)সহ নামীয় তিনজন এবং অজ্ঞাতনামা আরও ২/৩জনকে আসামী করে একটি চাাঁদাবাজী ও মারধরের মামলা দায়ের করেন। মামলার নামীয় অন্য দুই আসামী হলেন- পৌরসভার নামাজপুর এলাকার মোশারফ মোল্লার ছেলে মিরন মোল্লা (৫০) এবং একই এলাকার হাসেম মুন্সির ছেলে মিলন মুন্সি (৫০)।
মামলার এজাহারে বাদী জুয়েল শেখ অভিযোগ করেন, পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ বলেশ্বর ব্রীজ সংলগ্ন মেসার্স রুমু এন্টারপ্রাইজ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক। আসামী মারুফ পোদ্দার একজন বহিষ্কৃত যুবদল নেতা এবং পেশাদার চাঁদাবাজ।
গত ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের পট পরিবর্তন হওয়ার পর থেকে মারুফ পোদ্দার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকার বিভিন্ন লোকজনের কাছে চাঁদা দাবী এবং বিভিন্ন প্রতিষ্ঠান জোরপূর্বক দখল করে আসছে