
নিজস্ব প্রতিবেদক:
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খানজাহান আলী থানা পুলিশ ৮ আগষ্ট ২০২৫ তারিখ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের ডাইনিং এর ভিতরে থাকা বয়দের রুম হতে মাদক কারবারি মিরাজ হাওলাদার (২০), পিতা-মানিক হাওলাদার, সাং-খানাবাড়ী মহেশ্বর পাশা বণিকপাড়া, থানা- দৌলতপুর, খুলনাকে ১ কেজি ৬০৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।