ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞানসহ গবেষণা ও উচ্চশিক্ষায় যৌথ কার্যক্রম জোরদারে পাঁচ বছরের জন্য চুক্তি কার্যকর

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটি এর মধ্যে সমঝোতা স্মারক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫৩৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটি এর মধ্যে এক সমঝোতা স্মারক (Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় পক্ষ তাদের নিজ নিজ প্রতিষ্ঠান ও দেশের প্রচলিত আইন, বিধি, বিধান ও জাতীয় নীতিমালার আলোকে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সমঝোতার আওতায় যেসব ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলা হবে, সেগুলো হলো:
(ক) জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানসহ পারস্পরিক সম্মত যেকোনো গবেষণা ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়নমূলক (R&D) কার্যক্রম;
(খ) শিক্ষক, বিজ্ঞানী ও অন্যান্য গবেষণা সংশ্লিষ্ট জনবলের আদান-প্রদান (প্রশিক্ষণ, গবেষণা ও উচ্চশিক্ষার উদ্দেশ্যে);
(গ) গবেষণা প্রকল্পে পারস্পরিক অংশগ্রহণ;
(ঘ) পরামর্শসেবা (Consultancy);
(ঙ) শিক্ষা ও গবেষণা কার্যক্রমভিত্তিক প্রোগ্রাম উন্নয়ন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং কোপিন স্টেট ইউনিভার্সিটি এর পক্ষে সেন্টার ফর ন্যানো টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার। এছাড়াও বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ হতে কার্যকর হবে এবং এটি পাঁচ (৫) বছরের জন্য বলবৎ থাকবে। উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে এই সমঝোতা স্মারকের মেয়াদ ভবিষ্যতে আরও বৃদ্ধি করা যেতে পারে মর্মে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: মুগদা, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর ও রূপনগর থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯ (ঊনপঞ্চাশ) জন

জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞানসহ গবেষণা ও উচ্চশিক্ষায় যৌথ কার্যক্রম জোরদারে পাঁচ বছরের জন্য চুক্তি কার্যকর

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটি এর মধ্যে সমঝোতা স্মারক

আপডেট সময় ০৩:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

আলী আহসান রবি : বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটি এর মধ্যে এক সমঝোতা স্মারক (Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় পক্ষ তাদের নিজ নিজ প্রতিষ্ঠান ও দেশের প্রচলিত আইন, বিধি, বিধান ও জাতীয় নীতিমালার আলোকে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সমঝোতার আওতায় যেসব ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলা হবে, সেগুলো হলো:
(ক) জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানসহ পারস্পরিক সম্মত যেকোনো গবেষণা ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়নমূলক (R&D) কার্যক্রম;
(খ) শিক্ষক, বিজ্ঞানী ও অন্যান্য গবেষণা সংশ্লিষ্ট জনবলের আদান-প্রদান (প্রশিক্ষণ, গবেষণা ও উচ্চশিক্ষার উদ্দেশ্যে);
(গ) গবেষণা প্রকল্পে পারস্পরিক অংশগ্রহণ;
(ঘ) পরামর্শসেবা (Consultancy);
(ঙ) শিক্ষা ও গবেষণা কার্যক্রমভিত্তিক প্রোগ্রাম উন্নয়ন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং কোপিন স্টেট ইউনিভার্সিটি এর পক্ষে সেন্টার ফর ন্যানো টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার। এছাড়াও বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ হতে কার্যকর হবে এবং এটি পাঁচ (৫) বছরের জন্য বলবৎ থাকবে। উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে এই সমঝোতা স্মারকের মেয়াদ ভবিষ্যতে আরও বৃদ্ধি করা যেতে পারে মর্মে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে।