
আগামী ২৯ আগস্ট নওগাঁ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ জুন ২০২৫ এর লিখিত পরীক্ষার কার্যক্রম উপলক্ষে দায়িত্ব পালনকারী সদস্যদের উদ্দেশ্যে অদ্য ২৮ আগস্ট ২০২৫ খ্রি. নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেডে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।
সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে বলে পুলিশ সুপার মহোদয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত নিয়োগ কার্যক্রমে পুলিশের প্রতিটি সদস্যকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি আহ্বান জানান। কোন পুলিশ সদস্যের কোন ধরনের অবহেলার কারণে যেন কোন প্রার্থী হয়রানির শিকার না হয় সে বিষয়ে সচেতন থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কোন প্রতারক চক্র যেন প্রার্থীদেরকে হয়রানি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে নিয়োগ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।