
নিজস্ব প্রতিবেদক: অদ্য ২৮ আগস্ট/২০২৫খ্রি: ফেনী পুলিশ অফিস কনফারেন্স রুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিপিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিপিং প্যারেড এর সভাপতিত্ব করেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।
এই সময় পুলিশ সুপার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সচ্ছ নিয়োগের লক্ষ্যে নিয়োগ বোর্ডের সকল অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম এবং নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।