
মনিরুজ্জামান : বকশীগঞ্জের ১ নং ধানুয়া-কামালপুর ইউনিয়নে ট্বাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টি,ডব্লিউ,এ) উপজেলার শাখার আদী-বাসী নির্বাচন শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে দুই প্রার্থী মনোনয়ন নেন—
-
বিন্দু মারাক (চেয়ার প্রতীক)
-
জয় গাংগু (আনারস প্রতীক)
সকালে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে মোট ৩৬১ ভোটের মধ্যে চুড়ান্ত ফলাফলে বিন্দু মারাক ১৮৩ ভোট এবং জয় গাংগু ১৭৮ ভোট পেয়ে পাঁচ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
নির্বাচন কেন্দ্রগুলোতে আদী জনগোষ্ঠীর সদস্যরা উৎসাহের সঙ্গে ভোট প্রদান করেন। স্থানীয়রা বলেন, প্রতিদ্বন্দ্বিতা উত্তেজনাপূর্ণ হলেও ভোটপ্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছিল।
নিজস্ব সংবাদ : 




















