ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুষ্টিয়ায় বাজারে মরিচ বিক্রি করতে গিয়ে কৃষকের মৃত্যু Logo মাধবদী কান্দাপাড়া এলাকায় ডাকাতির ঘটনায় ০৭ জন ডাকাতকে গ্রেফতারসহ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ Logo বিজয়া দশমী অনুষ্ঠানে পুলিশ সুপার Logo হরিপুরের আতিকুর রহমান আতিক মানবতার সেবায় নিবেদিত Logo শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে পুলিশ সুপার, সিরাজগঞ্জ এর পূজামন্ডপ পরিদর্শন। Logo টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শোকবার্তা Logo ঠাকুরগাঁও রাণীশংকৈলে ধর্মগড় ধুমপুকুর পূজা মণ্ডপ পরিদর্শন  Logo বাউফলে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার Logo জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত বিশ্বকে বাড়তি অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসতে হবে।- পরিবেশ উপদেষ্টা

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আজ বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শন করেন। সন্ধ্যায় উপদেষ্টাবৃন্দ দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজার আয়োজন উপভোগ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চলতি মৌসুমে ইলিশের উৎপাদন আশানুরূপ হয়নি। এর প্রধান কারণ হলো-জাটকা শিকার, কারেন্ট জাল ও চায়না জালের অবাধ ব্যবহার এবং নদ-নদীর চলাচলের রাস্তাগুলো ভরাট হয়ে যাওয়া। তিনি বলেন, মা ইলিশ রক্ষায় আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময়ে পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী এবং ড্রোনের মাধ্যমে কঠোর মনিটরিং করা হবে।

মৎস্য উপদেষ্টা বলেন, গত বছর আমাদের নেওয়া উদ্যোগে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। এ বছর আরও বেশি সফলতা আশা করছি। উপদেষ্টা অভিযোগ করে বলেন, “কারেন্ট জাল ও চায়না জালের অবাধ ব্যবহারের কারণেই ইলিশ ধ্বংস হচ্ছে। এই জালগুলো নদী ও সাগরে ইলিশের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। তাই এবার আমরা আরও বেশি সতর্ক থাকবো।”

উপদেষ্টাবৃন্দ কুমুদিনী মিলনায়তনে প্রামাণ্য চিত্র প্রদর্শনী উপভোগ করেন এবং কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, মেডিক্যাল টেকনোলজি ইন্সটিটিউট এবং ভারতেশ্বরী হোমসসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সন্ধ্যায় মির্জাপুর গ্রামে লৌহজং নদী পাড় হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা। এতে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ ও ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (Sarah Cooke), জার্মানীর রাষ্ট্রদূত ড. রুদিগার লটজ (Dr. Rüdiger Lotz), দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক (Park Young-sik), সুইস দূতাবাসের ডিপুটি হেড অব মিশন মি. দিপক ইলমার (Mr. Diepak Elmer), টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বাজারে মরিচ বিক্রি করতে গিয়ে কৃষকের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা

আপডেট সময় ০৬:৫৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

আলী আহসান রবি: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আজ বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শন করেন। সন্ধ্যায় উপদেষ্টাবৃন্দ দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজার আয়োজন উপভোগ করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চলতি মৌসুমে ইলিশের উৎপাদন আশানুরূপ হয়নি। এর প্রধান কারণ হলো-জাটকা শিকার, কারেন্ট জাল ও চায়না জালের অবাধ ব্যবহার এবং নদ-নদীর চলাচলের রাস্তাগুলো ভরাট হয়ে যাওয়া। তিনি বলেন, মা ইলিশ রক্ষায় আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময়ে পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী এবং ড্রোনের মাধ্যমে কঠোর মনিটরিং করা হবে।

মৎস্য উপদেষ্টা বলেন, গত বছর আমাদের নেওয়া উদ্যোগে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। এ বছর আরও বেশি সফলতা আশা করছি। উপদেষ্টা অভিযোগ করে বলেন, “কারেন্ট জাল ও চায়না জালের অবাধ ব্যবহারের কারণেই ইলিশ ধ্বংস হচ্ছে। এই জালগুলো নদী ও সাগরে ইলিশের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। তাই এবার আমরা আরও বেশি সতর্ক থাকবো।”

উপদেষ্টাবৃন্দ কুমুদিনী মিলনায়তনে প্রামাণ্য চিত্র প্রদর্শনী উপভোগ করেন এবং কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, মেডিক্যাল টেকনোলজি ইন্সটিটিউট এবং ভারতেশ্বরী হোমসসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সন্ধ্যায় মির্জাপুর গ্রামে লৌহজং নদী পাড় হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা। এতে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ ও ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (Sarah Cooke), জার্মানীর রাষ্ট্রদূত ড. রুদিগার লটজ (Dr. Rüdiger Lotz), দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক (Park Young-sik), সুইস দূতাবাসের ডিপুটি হেড অব মিশন মি. দিপক ইলমার (Mr. Diepak Elmer), টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান।